আশা থাকলেও আশাহত হতে হচ্ছে বিনিয়োগকারীদর। দশা বদলে কোনও দিশা দেখাচ্ছে না বাজার। শুক্রবার সকাল থেকেই ভারতের শেয়ারবাজারে ধোঁয়াশার খেলা অব্যাহত।
সবুজ বাজারে লেনদেন শুরু হলেও দরপতন ঘটে কিছুক্ষণেই। এক সময়ে, সেনসেক্সও ৩৭০ পয়েন্টের পতন দেখা যায়।
আজ রিয়েল এস্টেট, মিডিয়া, জ্বালানি ও ভোগ্যপণ্যের মতো খাতের শেয়ারে কেনাকাটা দেখা গেছে। অন্যদিকে, ব্যাঙ্কিং, আইটি, অটো, ফার্মা, এফএমসিজি, মেটালসের মতো খাতগুলি হ্রাস পেয়েছে।
সম্প্রতি ভারতে আর্থিক বৃদ্ধির হার কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাঙ্ক (World Bank)। তাদের মতে, ২০২২-২৩ সালে ভারতে (India) আর্থিক বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৫ শতাংশ।
এর আগে জুনে বিশ্ব ব্যাঙ্ক আর্থিক বৃদ্ধির হার নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিল, তার থেকে ১ শতাংশ কম হতে পারে আর্থিক বৃদ্ধির হার।
তবে বিশ্ব ব্যাঙ্ক বলেছে, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য বেশ কিছু দেশের তুলনায় করোনা পর্বে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেশ ভাল।
TITAN 2,730.20 5.30
POWER GRID 209.30 1.45
GRASIM 1,702.80 1.17
NTPC 164.80 1.17
ONGC 134.00 1.02
TATA CONSUM 781.20 -1.65
BPCL 307.50 -1.49
M&M 1,240.00 -1.34
ULTRA CEMCO 6,205.55 -1.30
SBIN 531.00 -1.17