ঘুরতে বেরিয়ে সি ফুডের অভ্যাষ থাকলেই খান।
দেশের বাইরে গেলে চেষ্টা করুন রান্না করা খাবার খেতে।
ঘুরতে যাওয়ার আগে, পোষ্য থাকলে কারও কাছে দিয়ে যান।
দূষণ এড়িয়ে যতোটা সম্ভব থাকার চেষ্টা করুন।
খড় স্রোতা নদীতে ঝুঁকি নিয়ে ঝাপাবেন না।
ফুল ভালবাসলেও, চট করে হাত দেবেন না।
প্রজাপতিকে দূর থেকেই দেখুন, তাই ভাল হবে।
বাস্তুতন্ত্রের ভারসাম্য রেখে মনের মতো ছবি তুলুন ।
ভোরে উঠে যোগব্যায়ামের সুযোগ মিস করবেন না।
পাহাড়ি এলাকায় গেলে স্মোকিং থেকে বিরত থাকুন।