৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার চলার ক্ষমতা ধরে এই গাড়ি। কনসেপ্ট এসইউভিতে Tata Avinya নিয়ে এল কোম্পানি।
টাটা মোটরস জানিয়েছে, Avinya আসলে একটি সংস্কৃত শব্দ যার অর্থ উদ্ভাবন।
Tata Motors-এর EV পোর্টফোলিওতে প্রথম মিডসাইজ গাড়ি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এই গাড়ি।
সবথেকে বড় বিষয়, কুপে ডিজাইন পাওয়া যাবে এই গাড়িতে। সঙ্গে থাকবে 'রিজেনারেটিভ ব্রেকিং'।
এর পিক্সেলেড হেডল্যাম্পে ডিআরএল নজর কাড়বে আপনার। ফ্লাশ ডোর হ্যান্ডেল ও বিশাল 20 ইঞ্চি চাকাও রয়েছে এই ইলেকট্রিক কারে।