৩০ মিনিটের চার্জে ৫০০ কিলোমিটার চলার ক্ষমতা ধরে এই গাড়ি। কনসেপ্ট এসইউভিতে Tata Avinya নিয়ে এল কোম্পানি।

টাটা মোটরস জানিয়েছে, Avinya আসলে একটি সংস্কৃত শব্দ যার অর্থ উদ্ভাবন।

চলতি বছরের জুনেই ভারতের রাস্তায় দেখা যেতে পারে এই গাড়ি। Kia EV6 আনছে কিয়া ইন্ডিয়া।

Kia EV6 পুরো চার্জে 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। Mini Cooper SE, Volvo XC40 Recharge -এর সঙ্গে প্রতিযোগিতা করবে এই গাড়ি।

Tata Motors-এর EV পোর্টফোলিওতে প্রথম মিডসাইজ গাড়ি হিসাবে অন্তর্ভুক্ত করা হবে এই গাড়ি।

সবথেকে বড় বিষয়, কুপে ডিজাইন পাওয়া যাবে এই গাড়িতে। সঙ্গে থাকবে 'রিজেনারেটিভ ব্রেকিং'।

এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই অল ইলেকট্রিক কার।নতুন ই-জিএমপি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Hyundai Ioniq 5

এর পিক্সেলেড হেডল্যাম্পে ডিআরএল নজর কাড়বে আপনার। ফ্লাশ ডোর হ্যান্ডেল ও বিশাল 20 ইঞ্চি চাকাও রয়েছে এই ইলেকট্রিক কারে।

মারুতি পিছিয়ে থাকলেও ইলেকট্রিক গাড়িতে দেশে সবার আগে রয়েছে টাটা। শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন ইলেকট্রিক গাড়ি আনছে মহিন্দ্রা।

গাড়িতে ব্যাটারির দিকে নজর রাখছে সব কোম্পানি। অত্যধিক গরমে ব্যাটারিতে বিস্ফোরণের বিষয়ে সতর্ক থাকছে কোম্পানিগুলি।