ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ সংস্থা প্রায়ই নিত্যনতুন ফিচার চালু করে থাকে।

বর্তমানেও বেশ কয়েকটি ফিচার নিয়ে কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

চলুন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে চলেছে আগামী দিনে।

হোয়াটসঅ্যাপ ওয়েবে চালু হতে চলেছে 'লকড চ্যাট' ফিচার। মোবাইলে এই ফিচার আগেই চালু হয়েছে।

এই ফিচারের সাহায্যে ইউজাররা নির্দিষ্ট চ্যাট পাসকোড কিংবা ফেস আইডির সাহায্যে লক করে গোপনে রাখতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে ইউজারদের নাম অনুসারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে ইউজারনেম ফিচার চালু হলে ইউজারদের ফোন নম্বর শেয়ার করার দরকার পড়বে না। তার ফলে ইউজারদের ফোন নম্বর সুরক্ষিত থাকবে।

হোয়াটসঅ্যাপ সংস্থার 'ফেভারিট কনট্যাক্ট' ফিচার নিয়েও কাজ শুরু করেছে। এর সাহায্যেও উপকৃত হবেন ইউজাররা।

এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে কল করার সময় ইউজাররা পছন্দের কয়েকটি কনট্যাক্ট বেছে নিয়ে ফোন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে শেয়ারের সুবিধাও আসছে।