কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়, তাতেই UPSC জয় শ্রুতি শর্মার আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা, থাকেন দিল্লির ইস্ট অফ কৈলাসে পরিবার এবং জামিয়া মিলিয়াকে সাফল্য়ের কৃতিত্ব শ্রুতির ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর, পড়ে জামিয়ায় UPSC-র প্রস্তুতি চার বছর ধরে প্রস্তুতি, দ্বিতীয় বারের চেষ্টায় সফল প্রথম বারে ভুল হিন্দির ফর্ম ফিলআপ, এক নম্বরের জন্য হাতছাড়া সুযোগ আগে থেকে কৌশল রচনার পরামর্শ, নিজের নোটসে প্রস্তুতির পরামর্শ মেয়েদের জয়জয়কার, প্রথম তিন স্থানেই মেয়েরা যে কোনও দায়িত্ব নিতে রাজি, তবে পছন্দ মহিলা সশক্তিকরণ ঘণ্টার পর ঘণ্টা পড়া নয়, মনোযোগের উপরই গুরুত্ব