বান্দ্রার রেস্তোরাঁয় ক্যামেরাবন্দি কে এল রাহুল ও আথিয়া শেট্টি। আজ রাতে রেস্তোরাঁর বাইরে সাদামাটা পোশাকে ক্যামেরাবন্দি হন রাহুল-আথিয়া কালো-কমলা ওভার সাইজ শার্ট পরেছিলেন আথিয়া, সাদা শার্ট আর নীল ডেনিমে কে এল রাহুল। ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন রাহুল আথিয়া, শুরু করেছেন নতুন জীবন। সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে বসেছিল রাহুল আথিয়ার স্বপ্নের বিয়ের আসর, বিয়ে ঘিরে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। বিয়ের দিন হালকা পিচ রঙের লেহঙ্গা পড়েছিলেন আথিয়া। অন্যদিকে অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন ভারতীয় দলের ব্যাটার রাহুল। মেহেন্দি অনুষ্ঠানে রাহুলের সঙ্গে নাচ আথিয়ার, সযত্নে সামলালেন হাতের মেহেন্দিও অনুরাগীদের একেবারে নিরাশ করতে নারাজ কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। তাই বিয়ে মিটে যেতেই একে একে ছবি প্রকাশ করতে শুরু করেছেন তাঁরা। এক জন তারকা ক্রিকেটার, আর অন্য জন গ্ল্যামার জগতের বাসিন্দা, তাঁদের বিয়ে আর পাঁচ জনের থেকে আলাদা হবে, তা বলা বাহুল্য। বিয়ের পরে একে অপরের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত নবদম্পতি