বেশি বয়সেই নয় শুধু, অল্প বয়সেও চুলের সমস্যা হয়

অঝোরে ঝরে যায় চুল, চুল পাতলাও হয়ে যায়

এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হেঁশেলে মজুত রসুন

ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ থাকে রসুনে, যেগুলি পাওয়া যায় চুলের মধ্যেও।

অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল উপাদানেও সমৃদ্ধ স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য় করে রসুন

রসুনে থাকা অ্যান্টি অক্সিড্যান্ট অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায় চুলকে

রসুন বেটে মেশান অলিভ ও পেপারমিন্ট অয়েল, আয়ুর্বেদিক শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে লাগান

মধু এবং রসুনের তেল লাগান মাস্ক হিসেবে, ১৫০২০ মিনিট রেখে ঝুয়ে নিন

রসুন কুচি রোস্ট করে মেশান তেলে, ২০-৩০ মিনিট ধরে মাসাজ করুন মাথায়

রসুনে সালফার থাকে, মাথা চুলকালে বিশেষজ্ঞের পরামর্শ নিন