চুল পড়ার সমস্যা একাধিক কারণে দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রেই আচমকা অত্যধিক হারে চুল পড়তে শুরু করে।

একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী কী কারণে আপনার হেয়রা ফল বা চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

আমাদের শরীরে হরমোনের ভারসাম্যে সমস্যা দেখা দিলে অত্যধিক হারে চুল পড়তে পারে।

অত্যধিক হারে অ্যান্ড্রোজেন নিঃসরণ হলে হেয়ার ফলিকলগুলি দুর্বল হয়ে পড়ে এবং চুল পড়ার সমস্যা দেখা যায়।

চুলের সঠিকভাবে পরিচর্যা এবং যত্ন না করলেও চুল অত্যধিক হারে ঝরতে শুরু করে।

রোজ বাইরে বেরোলে অবশ্যই প্রতিদিন চুলে শ্যাম্পু করা দরকার। সেই সঙ্গে কন্ডিশনার, সিরাম এইসব উপকরণও প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে।

স্নানের পর চুল শুকিয়ে নিয়ে তারপর ভালভাবে আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। নাহলে চুল পড়তে পারে।

মানসিক অবসাদের কারণেও বাড়তে পারে চুল ঝরে যাওয়ার সমস্যা। স্ট্রেস কমানোর জন্য যোগাসনে মন দিতে পারেন।

অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার বা ভাজাভুজি চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এই অভ্যাস চুল পড়ার সমস্যা বাড়িয়ে দেয়।

রোজ যাঁরা বাড়ির বাইরে যান রাস্তাঘাটে ধুলো, ময়লা, দূষণের প্রভাবে তাঁদের চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চুলের সঠিক পরিচর্যা প্রয়োজন।