রান্নার পাশাপাশি রূপচর্চাতেও লুদের জুড়ি মেলা ভার
হলুদে অ্যান্টিসেপটিক উপাদান আছে।
ব্রণ দূর করতে হলুদ ভীষণভাবে কার্যকরী।
হলুদের রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে ফেস প্য়াক হিসেবে ব্য়বহার করা যায়।
কাঁচা হলুদ ও নিমপাতা বেটে মুখে লাগালে দাগ দূর হয়।
নিয়মিত হলুদের প্য়াক ব্য়বহার করলে ব্রণ সম্পূ্র্ণ ভাবে নিরাময় হবে।
হলুদের ব্য়বহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।
কাঁচা হলুদবাটা, বেসন, চালের গুঁড়ো এবং টক দই ব্য়বহার করেও ভালো ফেস প্য়াক বানানো যায়।
গরমকালে ট্য়ান দূর করতেও হলুদ বিশেষ ভাবে কার্যকর।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন
সমস্ত দেখুন
ভরসা কাঁচা পেপের রসে
পাকা পেঁপের পাঁচ - পাঁচ গুণ
একাধিক পুষ্টিগুণে ঠাসা পেঁপে
গোলাপের ওষধিগুণ