উইম্বলডনের ফাইনালে নোভাক জকোভিচ চার সেটের লড়াইয়ে সেমিফাইনালে ব্রিটেনের ক্যাম নরিকে হারিয়ে দিলেন জকোভিচ প্রথম সেটে ২-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন জোকার বাকি তিন সেটে আর জিততে পারেননি নরি, জোকার জেতেন ৬-৩, ৬-২, ৬-৪ ব্যবধানে এই নিয়ে ১১ বার উইম্বলডনের সেমিতে পৌঁছেছিলেন জোকার অষ্টমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন জোকার, সামনে কির্গিয়স ব্রিটেনের ক্যাম নরি টুর্নামেন্টে নবম বাছাই ছিলেন রজার ফেডেরারে ৩১ গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার নজির টপকে গেলেন জোকার সার্বিয়ান তারকা এখন বিশ্ব টেনিসে সর্বাধিক ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন ফাইনালে জিতলে টানা চারবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হবেন জোকার