প্রথমবার সিঙ্গাপুর ওপেন চ্য়াম্পিয়ন পি ভি সিন্ধু চিনের প্রতিপক্ষকে হারিয়ে খেতাব জয় হায়দরাবাদি শাটলারের চিনের ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে জেতেন সিন্ধু সেমিতে জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছিলেন সিন্ধু সাই প্রণীতের পর সিন্ধুর হাত ধরেই সিঙ্গাপুর ওপেনে তেরঙ্গা উড়ল ওয়াং ঝি ইয়ের বিরুদ্ধে এর আগে অল ইংল্যান্ড ওপেনেও জয় পেয়েছিলেন সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক্স মিলিয়ে রেকর্ড সর্বোচ্চ সাতটি পদক ঝুলিতে ব্যাডমিন্টনে প্রথম ভারতীয় মহিলা সিঙ্গলস প্লেয়ার হিসেবে বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সিন্ধু একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে দুটো অলিম্পিক্সে পদক জয় সিন্ধুর প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জিতেছেন ২৭ বছরের সিন্ধু, যা এক অনন্য নজির