গানের প্রচারে কৃতি শ্যাননকে কোলে তুলে নিলেন বরুণ ধবন! আজ মুক্তি পেল 'ভেড়িয়া' ছবি নতুন গান 'ঠুমকেশ্বরী' আকাশি শাড়িতে প্রচারে হাজির কৃতি, আর সাদা বুক খোলা কুর্তায় ছিলেন বরুণ হরর ঘরানার 'ভেড়িয়া' ছবিতে ওয়্যারউলফের (werewolf) চরিত্রে দেখা যাবে বরুণকে। 'ভেড়িয়া' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন অমর কৌশিক এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে কৃতির চরিত্রের নাম ডাক্তার অনিকা। ২৫ নভেম্বর মুক্তি পাবে বরুণ কৃতির এই ছবি। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধবন ও কৃতী শ্যানন