এ বছর অনেক সমস্যা গিয়েছে? বাড়িতে কিছু বদল আনলেই হতে পারে কেল্লাফতে বাড়িতে একটি তুলসী গাছ লাগান তুলসী তলায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি আসে হলুদ জল গোটা বাড়িতে ছিটিয়ে দিন এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করেন ধন-সম্পদের জন্য মা লক্ষ্মীর ছবির সঙ্গে কুবেরের ছবি লাগান ঘরে নারকেল রাখলে শুভ হয় বলে মনে করা হয় বাড়িতে গণেশ মূর্তি রাখা খুব শুভ এতে অর্থাভাব দূর হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয় ঘরে ময়ূরের পালক রাখলে আয়ও বাড়ে