টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান। ১০৫ করেছিলেন বীরেন্দ্র সহবাগ।

টেস্ট ক্রিকেটে একদিনে তৃতীয় সর্বোচ্চ রান সহবাগের (২৮৪)। তালিকার শীর্ষে স্যার ডন ব্র্যাডম্যান (৩০৯)।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরি মুলতানের সুলতান।

টানা ১১ টি টেস্টে অর্ধশতরান হাঁকানোর নজির রয়েছে। এবি ডিভিলিয়ার্স ও জো রুটের রয়েছে টানা ১২ ইনিংসে।

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৪৭ টি বাউন্ডারি। সর্বাধিক ৫২ টি বাউন্ডারি রয়েছে জেএইচ এডরিচের।

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। টেস্ট, ওডিআই ও টি ২০ মিলিয়ে সবথেকে বেশিবার ৯০-র ঘরে আউট হয়েছেন সচিন তেন্ডুলকর (২৮)।

একটি একদিনের ম্যাচে রেকর্ড ২৫ টি চার। যা রয়েছে মাস্টার ব্লাস্টারেরও। তালিকার শীর্ষে রোহিত শর্মা (৩৩)।

কেরিয়ারে মোট ২৪০৮ টি চার। আন্তর্জাতিক ক্রিকেটে দশম সর্বোচ্চ। ওডিআই, টি২০ ও টেস্ট মিলিয়ে সর্বোচ্চ ৪০৭৬ চার সচিনের।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে টেস্টের ওপেনিং জুটিতে ৪১০ রানের রেকর্ড পার্টনারশিপ। টেস্ট ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।

২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। কার্যত প্রত্যেক ম্যাচের প্রথম বলে বিপক্ষ বোলারদের বিরুদ্ধে চার হাঁকিয়ে তৈরি করেছিলেন ট্রেডমার্ক।