ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি সিরিজের নতুন ফোন ভিভো টি১এক্স। আগামী ২০ জুলাই ভারতে ভিভো টি১এক্স ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভিভোর এই আসন্ন ফোনে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। ২০ জুলাই ভারতে ভিভো টি১এক্স ফোনের ৪জি ও ৫জি, দুটো ভ্যারিয়েন্টই লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভিভো টি১এক্স ফোনের ৫জি মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ভারতে ভিভো টি সিরিজের আসন্ন ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি এখনও। জানা গিয়েছে যে যে ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। অনুমান, লঞ্চের দিনই ভিভো টি১এক্স ফোনের দাম জানা যাবে।