আজ দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিকিম ও উত্তরাখণ্ডে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন ITBP জওয়ানরা। এবারের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। মহীশূর প্যালেস গ্রাউন্ডে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী। এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যোগই বিশ্বজুড়ে শান্তি আনতে পারে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী উত্সবে পরিণত হয়েছে। দিল্লির লোটাস টেম্পলে এস জয়শঙ্কর, যন্তর মন্তরে নির্মলা সীতারমণ, মহীশূর প্যালেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। এছাড়াও দিল্লিতে রবিশঙ্কর প্রসাদ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন।