করোনা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ



ভিড় এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে



বয়স্ক, বাচ্চা ও যাঁদের কোমর্বিডিটি আছে ভিড় এড়িয়ে চলতে হবে



কাশি বা হাঁচি হলে রুমাল ব্যবহার করতে হবে



গলায় সংক্রমণ ও জ্বর থাকলে করোনা পরীক্ষা করাতে হবে



এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার পরামর্শ



শ্বাসকষ্টের সমস্যা বাড়লে হাসপাতালে যেতে হবে



অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাওয়া উচিত



সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ



প্রয়োজনে 14416 হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে