আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা



পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। ২ দফায় চেকিং করা করা হবে পরীক্ষার্থীদের



সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে



স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর



অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর



পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না



বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না



হেল্পলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষা সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বর 03323370792



সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03323374984, 85, 86, 87