কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
তবে বৃষ্টি সত্ত্বেও আগামী দু’দিন তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
কাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বর্ষা এগিয়ে আসছে। বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আরব সাগর ও বঙ্গোপসাগরে। অনুমান, ১ জুন, নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষার প্রবেশের সম্ভাবনা।
গতকাল, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভেজে কলকাতার বেশ কিছু এলাকা। আকাশ কালো করে ভারী বৃষ্টি হল পূর্ব মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায়।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, বাজকুলে বেশ কিছুক্ষণ ধরে মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ছিল ঝোড়ো বাতাস।
শান্তিনিকেতন, বোলপুরে দুপুর থেকেই আকাশ কালো করে ছিল। বিকেলে নামে তুমুল বৃষ্টি। পুরুলিয়ার রঘুনাথপুর, মানবাজারেও ভারী বৃষ্টি হয়। কয়েক জায়গায় গাছ ভেঙে পড়ে।