জ্বলছে মোমবাতি। পোস্টার-ফেস্টুনে ঢেকেছে এলাকা।

সবতেই উল্লেখ ৬০০। আজ ছয়ো তম দিনে অবস্থান-আন্দোলন।

এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলন

মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে প্রতিবাদ

প্রশাসনের সঙ্গে হয়েছে একাধিকবার বৈঠক

কিন্তু সমাধানসূত্র এখনও অধরা

'বঞ্চনার ৬০০ দিনে' তাই চোয়াল শক্ত আন্দোলনকারীদের

গোটা বাংলা, ভারতে আন্দোলনের যুক্তি প্রতিষ্ঠিত, দাবি তাঁদের

বাংলার মানুষ তাঁদের পাশে, ভরসা আন্দোলনকারীদের

দ্রুত হবে দাবি পূরণ, মিলবে নিয়োগ। প্রত্যাশা অবস্থান-আন্দোলনরত চাকরিপ্রার্থীদের।