মেকআপ করার আগে অবশ্যই মুখ পরিষ্কার করতে হবে। যার জন্য ত্বকের ধরণ বুঝে ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। মাইক্রোগ্র্যানিউলস রয়েছে এমন ফেস ওয়াশ ব্যবহার করলে হোয়াইটহেডস বা ব্ল্যাকহেডস থাকলে উঠে যায়, ডেড সেলও পরিষ্কার হয়ে যায়। মেকআপ করার আগে টোনার হিসেবে বরফ কুচি ব্যবহার করা যায়। বরফ মুখে রক্ত সংবহন বাড়িয়ে তুলে একটা বাড়তি আভা এনে দেয়। একইসঙ্গে কাটায় ক্লান্তিও। মেকআপ করার আগে মুখে ময়শ্চারাইজার বা হাইড্রেটিং ক্রিম মাখতেই হবে। এতে ত্বক আর্দ্র থাকে। মেকআপ অনেকক্ষণ স্থায়ী হয়। মুখে সরাসরি ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমারি ব্যবহার করা আবশ্যক। প্রাইমার মুখের বাড়তি তেল শুষে নেয়। ত্বকের পাশাপাশি লিপস্টিক লাগানোর আগে ঠোঁট আর্দ্র রাখাও প্রয়োজন। ঠোঁট আর্দ্র রাখতে লিপ বাম ব্যবহার করা যায়। ৫ মিনিট অপেক্ষা করার পর লিপস্টিক ব্যবহার করলে তা অনেকক্ষণ স্থায়ী হতে পারে।