Image Source: নিজস্ব চিত্র

মেটা এনেছে তাদের নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Thread. আসার সঙ্গে সঙ্গেই কৌতূহল ছুঁয়েছে আকাশ।

Image Source: নিজস্ব চিত্র

বহু লোক এখন Thread ডাউনলোড করছে। ডাউনলোডের নিরিখে তৈরি করেছে রেকর্ডও। প্রতিযোগিতায় ফেলেছে ট্যুইটারকে।

Image Source: নিজস্ব চিত্র

আপনিও কি থ্রেড অ্যাকাউন্ট খুলতে চান? তাহলে কী কী করতে হবে?

Image Source: নিজস্ব চিত্র

প্রথমেই গুগল অ্যাপ স্টোরে গিয়ে Threads, an Instagram App ডাউনলোড করতে হবে।

Image Source: নিজস্ব চিত্র

তারপরে সেই অ্যাপ ইন্সটল করে ওপেন করতে হবে। সেখানে অপশন থাকবে log in Instagram- সেটায় ক্লিক করুন

Image Source: নিজস্ব চিত্র

ইন্সটাগ্রাম লগ ইন ক্রেডেনশিয়াল দিয়েই এখানে লগ ইন করা যাবে। তারপর নিজের মতো করে প্রোফাইল সাজানো যাবে

Image Source: নিজস্ব চিত্র

আলসেমি লাগলেও সমস্যা নেই। ইন্সটাগ্রাম থেকে প্রোফাইলের তথ্য ইমপোর্ট করে নেওয়ার সুবিধা হয়েছে থ্রেডে।

Image Source: নিজস্ব চিত্র

প্রোফাইল প্রাইভেট থাকবে নাকি পাবলিক, অর্থাৎ সবাই দেখতে পারবেন। সেটাও বেছে নেওয়া যাবে।

Image Source: নিজস্ব চিত্র

এরপর Next অপশনে ক্লিক করলে নতুন একটি স্ক্রিন খুলে যাবে যেখানে Join Threads অপশন থাকবে, সেখানে ক্লিক করলেই শুরু করা যাবে ব্যবহার।