মার্চেন্ট নেভি ক্যাপ্টেন বাবা ও গৃববধূ মায়ের কোলে ১৬ জানুয়ারি ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ মলহোত্র।



মাত্র ১৮ বছর বয়সে মডেল হিসেবে কেরিয়ার শুরু। ৪ বছর পর অসন্তুষ্ট হয়ে ছেড়ে দেন মডেলিং।



২০০৭ সালে 'গেট গর্জাস' নামক মডেল ট্যালেন্ট সার্চ ও রিয়্যালিটি টেলিভিশন শোয়ে অংশ নেন তিনি।



২০০৯ সালে টিভি শো 'ধরতি কা বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান' দিয়ে অভিনয়ে হাতেখড়ি।



বলিউডে তাঁর ডেবিউ হওয়ার কথা ছিল অনুভব সিংহের পরিচালনায়। অডিশনে সফল হলেও সেই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়।



২০১০ সালে কর্ণ জোহরের সঙ্গে শাহরুখ-কাজলের 'মাই নেম ইজ খান' ছবির সহ পরিচালনার কাজ করেন তিনি।



অবশেষে ২০১২ সালে টিন ড্রামা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।



২০১৭ সালের অ্যাকশন কমেডি ঘরানার ছবি 'এ জেন্টলম্যান'-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি।



'শেরশাহ' ছবিতে আর্মি অফিসার বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে বিপুল ভালবাসা অর্জন করেন।



২০২৩ সালে ভারতের সবচেয়ে বেশি গুগল করা ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন সিদ্ধার্থ। তাঁর বিয়ের ছবি ইনস্টাগ্রামে দেশের সবচেয়ে বেশি লাইক হওয়া পোস্ট।