ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে এই ফোন। প্রথমবার বিক্রি শুরু হলে এই ফোনের দামে ৭০০০ টাকা ছাড় দেবে রিয়েলমি সংস্থা। Dash Yellow, Drifting White, Shade Black- এই তিনটি রঙে পাওয়া যাবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। এই ৫জি ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। এই ফোনে রয়েছে ৮০ ওয়াটের SuperDart চার্জিং টেকনোলজি। এর সাহায্যে ফোনের ব্যাটারিতে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে।