সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা।

ফাঁদে পা দিলেই হতে পারেন সর্বস্বান্ত।

ফোন হ্যাক করে কনট্যাক্ট লিস্ট হাতিয়ে নিয়ে পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা।

কীভাবে এই ফাঁদ থেকে থাকবেন সতর্ক? সতর্কাবার্তা জারি করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, short code বা short key ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে।

একটি মোবাইল নম্বর পাঠিয়ে শুরুতে শর্ট কোড দিয়ে সেই নম্বর ডায়াল করতে বলা হচ্ছে।

এরকম পরিস্থিতির শিকার হলে কী করবেন?

সতর্কতা অবলম্বন করতে, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে অবিলম্বে দু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখুন।

অচেনা নম্বর থেকে ফোন করে কোনও বিশেষ ক্যারেক্টর প্রেস করতে বলা হলে এড়িয়ে যান।

কোনওভাবে প্রতারিত হয়েছেন বুঝতে পারলে দ্রুত পুলিশে অভিযোগ জানান।

Thanks for Reading. UP NEXT

সবচেয়ে কম বয়সে একশো ছক্কা, পন্থের নতুন কীর্তি

View next story