গ্ল্যামারের আড়ালে কত দুঃখ লুকিয়ে থাকে সব সময় কি জানা যায়? হাসিখুশি মানুষের মনে খারাপ থাকার অনেক মুহূর্তও তো থাকতে পারে? গত বছরই কার্ডিয়াক অ্যারেস্টে স্বামী স্বরাজ কৌশলকে হারিয়েছেন মন্দিরা বেদি। স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে গুরুদ্বারে লঙ্গরের আয়োজন করেছিলেন মডেল-অভিনেত্রী। সঙ্গে ছিল 'অখন্ড পাঠ'। ইনস্টাগ্রামে লিখলেন মন্দিরা নিজেই। অভিনেত্রীর স্টাফরাও ছিলেন গুরুদ্বারে। পেশায় চিত্রপরিচালক স্বরাজ কৌশল ২০২১ সালের ৩০ জুন হঠাতই মারা যান। স্বরাজের স্মরণে মেয়ে তারা ও ছেলে বীরকে নিয়ে গুরুদ্বারে গিয়েছিলেন মন্দিরা। তার আগে স্মরণসভারও আয়োজন করেছিলেন অভিনেত্রী। প্রয়াত স্বামীর জন্য আবেগঘন পোস্ট দেন তিনি।