হোয়াটসঅ্যাপে হামেশাই নতুন ফিচার লঞ্চ হয় ইউজারদের সুবিধার জন্য।

জানা গিয়েছে, বর্তমানে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইসব ফিচারের রোল-আউট শুরু হবে বলে শোনা গিয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ সংস্থা কী কী ফিচার লঞ্চ করতে চলেছে।

একটি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি এবং ভিডিওর পাশাপাশি অডিও বা ভয়েস যোগ করা যাবে নতুন ফিচার চালু।

কারও স্টেটাস দেখে ভাল লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে।

কোনও ইউজার স্টেটাস আপডেট করলে তাঁর প্রোফাইল পিকচারের চারধারে একটি গোল রিং তৈরি হবে।

নতুন প্রাইভেসি অপশনের ক্ষেত্রে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের হোয়াটসঅ্যাপ স্টেটাস দেখবেন, আর কারা দেখবেন না।

কোনও স্টেটাসের রিপ্লাই দিতে হলে ওই নির্দিষ্ট স্টেটাসের উপর একবার সোয়াইপ করে ৮টি ইমোজির সাহায্যে রিঅ্যাকশন দিতে পারবেন।