হলুদ পোশাক, বালির ওপর বসে মোহময়ী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সদ্য মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর একাধিক ছবি শেয়ার করে নিচ্ছেন শ্রাবন্তী। হলুদ পোশাকে বালির ওপর শ্রাবন্তীর এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। শ্যুটিং থেকে বিরতি নিয়ে আপাতত মলদ্বীপের নীল সমুদ্রের বুকে ছুটি কাটাচ্ছেন শ্রাবন্তী। তবে তাঁর সঙ্গী কে, জানা যায়নি। সদ্য মুক্তি পেয়েছে শ্রাবন্তীর নতুন ছবি 'ভয় পেও না'। ওমের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন তিনি। সদ্য় শ্যুটিং করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন শ্রাবন্তী। সামনেই মুক্তি পাচ্ছে শ্রাবন্তীর 'অচেনা উত্তম' ছবিটি। নির্বাচনের সময় বিজেপিতে যোগ দিলেও এখন রাজনীতি থেকে দূরেই শ্রাবন্তী। ছুটি কাটিয়ে নায়িকা ফের ফিরবেন ছবির প্রচারে, সামনেই একাধিক ছবি মুক্তি যে।