ত্বক হোক বা চুল পরিচর্চায় অলিভ ওয়েলের জুড়ি মেলা ভার। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড, যা চুলের পরিচর্চায় উপযোগী। একাধিক সমস্যা সমাধানে সহায়ক। কেন চুলের পরিচর্চায় অলিভ ওয়েল ব্যবহার করবেন? চুলে পুষ্টি জোগায় অলিভ ওয়েল চুলের রুক্ষতা কমিয়ে পুষ্টি জোগাতে সাহায্য করে অলিভ ওয়েল। স্ক্যাল্পকে মসৃণ করে অলিভ ওয়েলের অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুসকি নির্মূল করতে সাহায্য করে। ডিহাইড্রোটেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে ডিহাইড্রোটেস্টোস্টেরন চুল পড়ার অন্যতম কারণ। অলিভ ওয়েল মাখলে চুল পড়া রোধ হয়। ওমেগা -6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অলিভ ওয়েল চুল পড়া রোধ করে।