প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাতের মুঠোয় চাঁদকে পেতে উড়ে গেল চন্দ্রযান ৩

প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাতের মুঠোয় চাঁদকে পেতে উড়ে গেল চন্দ্রযান ৩

ABP Ananda
পৃথিবীর পাশের অর্বিটে সফলভাবে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। শুরু হয়েছে চাঁদের পথে যাত্রা।

পৃথিবীর পাশের অর্বিটে সফলভাবে পৌঁছে গিয়েছে চন্দ্রযান। শুরু হয়েছে চাঁদের পথে যাত্রা।

ABP Ananda
চন্দ্রযান ৩ চাঁদের ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত।

চন্দ্রযান ৩ চাঁদের ঠিকমতো অবতরণ করলে আমেরিকা-রাশিয়া-চিনের পর চতুর্থ দেশ হবে ভারত।

ABP Ananda
লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)।

লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। এর আগে চাঁদের মাটিতে নামতে গিয়ে ভেঙে পড়েছিল চন্দ্রযান ২ (২০১৯)।

দক্ষিণ মেরুতেই প্রথমবার জলের খোঁজ পেয়েছিল ইসরোর পাঠানো চন্দ্রযান ১।

গতবারের তুলনায় তিনভাগের একভাগ কম খরচে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ৩।

চন্দ্রযান ২-এর প্রায় চার বছরের মাথায় এবার উৎক্ষেপণ হল চন্দ্রযান ৩।

চাঁদের উদ্দেশে চন্দ্রযানের সফলভাবে যাত্রা শুরুর পরই ইসরো প্রধানের বার্তা, অভিনন্দন ভারত।

শ্রীহরিকোটায় চন্দ্রযানের উৎক্ষেপণ উপলক্ষে ভিড় জমিয়েছিলেন অনেক উৎসাহী।

কার্যত গোটা দেশই শুক্রবার দুপুরে চোখ রেখেছিল চাঁদের দিকে পাড়ির দিকে।