শুক্রবার, ১৪ জুলাই, দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ৩।

শুক্রবার, ১৪ জুলাই, দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ৩।

ABP Ananda
তার আগে চন্দ্রযানের সাফল্য কামনা করে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে গেলেন ইসরোর কর্তারা।

তার আগে চন্দ্রযানের সাফল্য কামনা করে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে গেলেন ইসরোর কর্তারা।

ABP Ananda
শ্রীহরিকোটায় থেকে LVM3- রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে ল্যান্ডার এবং রোভার পাঠানো হচ্ছে।

শ্রীহরিকোটায় থেকে LVM3- রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। এর মাধ্যমে ল্যান্ডার এবং রোভার পাঠানো হচ্ছে।

ABP Ananda
এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে।

এতে যে ল্যান্ডার রয়েছে সেটি চাঁদের মাটিতে মাসখানেকের একটু বেশি সময় ধরে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য সংগ্রহ করবে।

ABP Ananda

চাঁদের মাটিতে Soft Land-করার কথা এই ল্যান্ডারের। ISRO-এর দেওয়া তথ্য অনুযায়ী ২৩ বা ২৪ আগস্ট চাঁদের মাটিতে নামবে ল্যান্ডার।

ABP Ananda

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ISRO-এর এই অভিযানে ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। চন্দ্রযান ২ এর তুলনায় অনেকটাই কম খরচ হয়েছে।

ABP Ananda

এই অভিযান শুরু থেকে শেষ করতে সময় লাগবে মোট এক চন্দ্র দিন অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় ১৪ দিনের সমান।

ABP Ananda

এতে যে প্রপালশান মডিউল রয়েছে তার ওজন ২১৪৮ কেজি।

ABP Ananda

ল্যান্ডার মডিউল এবং রোভার নিয়ে মোট ওজন ১৭৫২ কেজি।

ABP Ananda

ISRO-এর এই প্রকল্পের লঞ্চ অনলাইনে দেখার ব্যবস্থা রয়েছে। ইসরোর ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে চন্দ্রযান ৩-এর লঞ্চ দেখা যাবে।

ABP Ananda