Image Source: PTI/ Getty

৯ মার্চ বিশ্ব কিডনি দিবস।

Image Source: PTI/ Getty

কিছু কিছু অভ্যাস কিডনির জন্য খারাপ। সেগুলো কী কী?

Image Source: PTI/ Getty

পর্যাপ্ত জল না খাওয়া: ঠিকমতো জল না খেলে নানা সমস্যা হতে পারে।

Image Source: PTI/ Getty

খাবারে অতিরিক্ত নুন থাকলে তা কিডনির স্বাস্থ্যের জন্য ভাল নয়।

Image Source: PTI/ Getty

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করে।

Image Source: PTI/ Getty

বেশি চিনি, অতিরিক্ত চিনি খেলেও বিপদ বাড়বে কিডনির।

Image Source: PTI/ Getty

বেশি পেনকিলার খেলে, মাথাব্যথা হলে, আর্থারাইটিসের জন্য বা অন্য কোনও ব্যথা হলে অনেকেই সঙ্গে সঙ্গে পেনকিলার খেয়ে নেন।

Image Source: PTI/ Getty

ডাক্তারের সঙ্গে কথা না বলে হঠাৎ ওষুধ খেলে, বা অতিরিক্ত পেনকিলার খেলে কিডনির উপর তার প্রভাব পড়ে।

Image Source: PTI/ Getty

বেশি পেনকিলার খেলে, ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে।

Image Source: PTI/ Getty

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ছবি: PTI/ Getty