All India Radio- এর সঙ্গে জড়িয়ে ভারতের ইতিহাস ও সমাজ ভারতে ১৯২৩ সাল থেকে ব্রডকাস্ট শুরু হয়। তারপর নানা পথ পেরিয়ে ১৯৩০ সালে তৈরি হয় Indian Broadcasting Service ১৯৩৬ সালে তারই নাম হয় All India Radio ১৯৫৬ সালে এর নাম করা হয় আকাশবাণী। ১৯৫৭ সালে আসে 'বিবিধ ভারতী'- তা ছিল মূলত বিনোদনের জন্য। যখন ভারত স্বাধীন হয় তখন ভারতে মাত্র ৬টি রেডিও স্টেশন ছিল। এখন AIR বিশ্বের অন্যতম বড় রেডিও ব্রডকাস্টার। এখন সারা ভারতে ছড়িয়ে ৪৭০টি কেন্দ্র। ২৩টি ভাষায় এবং ১৭৯টি ডায়ালেক্টে সম্প্রচারিত হয় অনুষ্ঠান। মোট ১৯টি এফএম চ্যানেল রয়েছে।