Image Source: আকাশবাণীর ফেসবুক পেজ

All India Radio- এর সঙ্গে জড়িয়ে ভারতের ইতিহাস ও সমাজ

Image Source: PTI

ভারতে ১৯২৩ সাল থেকে ব্রডকাস্ট শুরু হয়।

Image Source: unsplash

তারপর নানা পথ পেরিয়ে ১৯৩০ সালে তৈরি হয় Indian Broadcasting Service

Image Source: unsplash

১৯৩৬ সালে তারই নাম হয় All India Radio

Image Source: unsplash

১৯৫৬ সালে এর নাম করা হয় আকাশবাণী।

Image Source: unsplash

১৯৫৭ সালে আসে 'বিবিধ ভারতী'- তা ছিল মূলত বিনোদনের জন্য।

Image Source: unsplash

যখন ভারত স্বাধীন হয় তখন ভারতে মাত্র ৬টি রেডিও স্টেশন ছিল।

Image Source: unsplash

এখন AIR বিশ্বের অন্যতম বড় রেডিও ব্রডকাস্টার।

Image Source: unsplash

এখন সারা ভারতে ছড়িয়ে ৪৭০টি কেন্দ্র।

Image Source: unsplash

২৩টি ভাষায় এবং ১৭৯টি ডায়ালেক্টে সম্প্রচারিত হয় অনুষ্ঠান। মোট ১৯টি এফএম চ্যানেল রয়েছে।