তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি।

আজ শুক্লা চতুর্দশী।

দিনভর এখানেই পালিত হবে যাবতীয় আচার-উপচার।

আচার-উপচার

আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব।

তারা মায়ের আবির্ভাব

প্রতি বছরের মতো আজ তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন৷

বিশেষ পুজো

পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে।

শ্বেত শিমুল বৃক্ষ

মন্দিরের গর্ভগৃহ থেকে মায়ের বিগ্রহ বের করে আনা হয়।

মন্দিরের গর্ভগৃহ

মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ।

রাজবেশ

আরতির পর মাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূলমন্দিরে।

নবরুপে দেবীমূর্তি

এদিন মায়ের মধ্যাহ্ন ভোগ হয় না।

মায়ের আজ উপোস

লুচি, মিষ্টি, সুজি দিয়ে দেওয়া হয় শীতল ভোগ।

শীতল ভোগ