ABP Ananda


নিজের সঙ্গে হওয়া সমস্ত অত্যাচার এবার প্রকাশ্যে তুলে ধরবে শিমুুল, মাধ্যম হবে নাচ ও গান!


ABP Ananda


ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-য় নতুন গল্প দেখানো হবে মানালি ওরফে শিমুলের জীবনে।


ABP Ananda


একটি নাচ ও গানের দল গড়বে শিমুল ও তার বন্ধুরা। তবে বিনোদনের পাশাপাশি থাকবে অন্য পরিকল্পনাও।


ABP Ananda


নিজেদের সঙ্গে হওয়া অত্যাচারের কথা সবার সামনে তুলে ধরবে শিমুলরা, তবে নাচ ও গানের মাধ্যমে।


ABP Ananda


পলাশ শিমুলকে আটকানোর চেষ্টা করলেও, তাতে ব্যর্থ হয়। অনুষ্ঠানে পারফর্ম করে সে।


ABP Ananda


শিমুলদের নতুন গান ও নাচের দলের নাম হবে 'মনের কথা কই'


ABP Ananda


কেবল শিমুল নয়, তার বন্ধুদেরও জীবনে অনেক সমস্যা রয়েছে আর তার কথাই গল্পের মাধ্যমে সবাইকে বলবে তারা।


ABP Ananda


শিমুল এই পদক্ষেপে সাহায্য পায় জেলাশাসকেও। তাকে অনুষ্ঠানের স্লট দেয় জেলাশাসক।


ABP Ananda


নির্মাতাদের আশা দর্শকদের ভাল লাগবে গল্পের নতুন এই মোড়।