LIVE UPDATES: অযোধ্যা মামলা: শুনানি শেষ, ২৩ দিন পরে রায় দেবে সুপ্রিম কোর্ট

আজই সুপ্রিম কোর্টে শেষ হচ্ছে অযোধ্যা মামলায় শুনানি। যথেষ্ট হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বিকেল ৫টার মধ্যে শেষ করা হবে এই মামলার শুনানি। হিন্দু মহা সভার আবেদন খারিজ করে একথা বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আজ এই মামলার শুনানির ৪০ তম দিন। আদালত সূত্রের খবর, ১৭ নভেম্বরের আগে আসতে পারে অযোধ্যা মামলার রায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Oct 2019 04:41 PM
Varun Sinha, Hindu Mahasabha's lawyer: Supreme Court has reserved the order and has made it clear that the decision will come, in this case, within 23 days. #AyodhyaCase pic.twitter.com/FOM574Osig— ANI (@ANI) October 16, 2019
এদিকে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ৬ ডিসেম্বরই অযোধ্যায় রামমন্দির তৈরি শুরু হবে বলে ঘোষণা করে দিলেন। ১৯৯২ সালের ওইদিনই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সাক্ষী বলেছেন, যেদিন কাঠামোটা ভেঙে ফেলা হয়েছিল, সেদিন মন্দির নির্মাণ শুরু হওয়া উচিত, এটাই স্বাভাবিক যুক্তি।
সুপ্রিম কোর্টে আযোধ্যা মামলার শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। ২৩ দিন পরে রায় দেবে সুপ্রিম কোর্ট।
অযোধ্যা ইস্যুতে তৈরি মধ্যস্থতা কমিটি তাদের রফা সংক্রান্ত রিপোর্টটি আজ শীর্ষ আদালতে জমা দিয়েছে। কমিটি চায়, কোনও সংঘাত-বিবাদ-বিরোধ নয়, আপস-সমঝোতার মাধ্যমে বিতর্কের মীমাংসা হোক। ঘটনাচক্রে যেদিন সুপ্রিম কোর্টে শুনানি পর্ব শেষ হচ্ছে, সেদিনই তারা রিপোর্টটি পেশ করল।
অযোধ্যা মামলার শুনানি চলাকালে সু্ন্নি ওয়াকফ বোর্ড বিতর্কিত জমির ওপর দাবি ছেড়ে দিতে রাজি হয়েছে বলে একটি সূত্রের দাবি। তারা নাকি ওই জমিতে নয়, অন্য কোনও জমিতে মসজিদ নির্মাণে প্রস্তুত বলে জানিয়েছে সূত্রটি। যদিও অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির বক্তব্য ভিন্ন। তাদের আহ্বায়ক জফরায়েব জিলানি বলেছেন, সুন্নি ওয়াকফ বোর্ড জমির ওপর দাবি তুলে নিতে রাজি হয়েছে, এমন কোনও খবর আমার কাছে নেই।
সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানিতে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হল। হিন্দু মহাসভার পেশ করা নকশা ছিঁড়ে ফেললেন মুসলিম পক্ষের আইনজীবী রাজীব ধবন। নকশা পেশ করেছিলেন মহাসভার আইনজীবী বিকাশ সিংহ। রাজীব ধবনের আচরণে ক্ষুব্ধ প্রধান বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।
' অযোধ্যার জমির উপর অধিকার প্রমাণ করতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড। কোথাও নমাজ পড়া, সেই জমির উপর অধিকার দাবি করার জন্য যথেষ্ট নয়।', আদালতে বললেন হিন্দু পক্ষের আইনজীবি সি এস বৈদ্যনাথন।

প্রেক্ষাপট

নয়াদিল্লি:  আজ অযোধ্যা মামলার ৪০তম এবং শেষ প্রাত্যহিক শুনানি। গতকাল ৩৯তম শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, আগামীকালই রামমন্দির-বাবরি মসজিদ জমি মামলার শুনানির শেষ দিন হওয়া কাম্য। আজ হিন্দু মহা সভার আবেদন খারিজ করে তিনি বলেন, 'যথেষ্ট হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বিকেল ৫টার মধ্যে শেষ করা হবে এই মামলার শুনানি'। ১৭ নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হতে পারে।





দশেরার সময় কোর্ট বন্ধ থাকার পর গত সোমবার থেকে আবার চালু হয় অযোধ্যা মামলার শুনানি। ৩৮তম শুনানির দিনই অযোধ্যা মামলার শুনানির শেষ দিন চূড়ান্ত করে ফেলা হয়েছিল।

২০১০ সালে অযোধ্যা মামলার রায়ে এলাহবাদ হাইকোর্ট বলে, ২.৭৭ একর বিতর্কিক জমি রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আবেদনের ভিত্তিতেই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। গত ৬ অগাস্ট থেকে প্রত্যেক দিন সুপ্রিম কোর্টে চলছে অযোধ্যা মামলায় শুনানি। আজ, বুধবার সম্ভাব্য শেষ শুনানিতে সব পক্ষকেই বক্তব্য পেশ করার সুযোগ দেবেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। প্রথম ৪৫ মিনিট সওয়াল করবেন হিন্দু পক্ষের আইনজীবী। এর পর সওয়াল করবেন মুসলিম পক্ষের আইনজীবী। সওয়াল শেষে কোনও সমাধান সূত্র বের হলে তা নিয়েও আলোচনার জন্য সময় রাখা হয়েছে। রায় নিয়ে আশাবাদী দুপক্ষই।

গতকাল সুপ্রিম কোর্টে হিন্দুদল বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিল, ‘৪৪৩ বছরেরও বেশি আগে ভারত বিজয়ের পর মুঘল সম্রাট বাবর একটি ‘ঐতিহাসিক ভুল’ করেছিলেন। সেটি হল অযোধ্যায় রামের জন্মস্থানে একটি মসজিদ নির্মাণ। এই ভুল শোধরানো দরকার।’ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। রায়ের আগে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। অযোধ্যা-মামলায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.