LIVE UPDATES: অযোধ্যা মামলা: শুনানি শেষ, ২৩ দিন পরে রায় দেবে সুপ্রিম কোর্ট

আজই সুপ্রিম কোর্টে শেষ হচ্ছে অযোধ্যা মামলায় শুনানি। যথেষ্ট হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বিকেল ৫টার মধ্যে শেষ করা হবে এই মামলার শুনানি। হিন্দু মহা সভার আবেদন খারিজ করে একথা বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আজ এই মামলার শুনানির ৪০ তম দিন। আদালত সূত্রের খবর, ১৭ নভেম্বরের আগে আসতে পারে অযোধ্যা মামলার রায়।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Oct 2019 04:41 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি:  আজ অযোধ্যা মামলার ৪০তম এবং শেষ প্রাত্যহিক শুনানি। গতকাল ৩৯তম শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, আগামীকালই রামমন্দির-বাবরি মসজিদ জমি মামলার শুনানির শেষ দিন হওয়া কাম্য। আজ হিন্দু মহা সভার...More