Live updates: ‘আয়ারাম গয়ারামের নতুন শব্দ মোদি’, বিধায়কদের কিনে নিয়ে কর্ণাটক সরকার ফেলে দেওয়ার চেষ্টায় বিজেপি, দাবি কংগ্রেসের

এদিকে এমন পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক, কর্পোরেটরদের নিয়ে এদিন পরের দিকে জরুরি বৈঠক ডেকেছেন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার। এএনআই শিবকুমারকে উদ্ধৃত করে বলেছে, কেউ পদত্যাগ করছেন না। আমি ওঁদের সঙ্গে কথা বলতে এসেছি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jul 2019 09:02 PM
কর্ণাটকে বিধায়কদের কিনে নিয়ে জোট সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এমনই দাবি করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘এখন আয়ারাম গয়ারামের নতুন শব্দ হল মোদি।’
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের পদত্যাগী ১০ বিধায়ক মুম্বই গেলেন। সেখান থেকে তাঁর বিশেষ উড়ানে গোয়া যাবেন বলে সূত্রের খবর।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া বলেছেন, ‘বল এখন স্পিকারের কোর্টে। কী হবে সেটা দেখার অপেক্ষায় আছি।’
কংগ্রেস-জেডিএস জোটের সমন্বয় কমিটির প্রধান সিদ্দারামাইয়া বলেছেন, ‘বিধায়কদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। ফলে সরকারের স্থায়িত্ব নিয়ে কীভাবে প্রশ্ন উঠছে? সেরকম কিছুই হবে না। কংগ্রেস সাধারণ সম্পাদক বেনুগোপাল বেঙ্গালুরু এসে কথা বলবেন। আমরা বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
বিজেপি দাবি করেছে, কংগ্রেস-জেডিএসের বিধায়কদের পদত্যাগের পিছনে তাদের কোনও হাত নেই। কর্ণাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ‘আমরা ঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেব। আমরা একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও, রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানাব না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখব।’
কর্ণাটকে কংগ্রেস-জেডিএসের ১৪ জন সাংসদ পদত্যাগ করলেও, জোট সরকার টিকে থাকবে বলে দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
এখনও পর্যন্ত ১৪ জন কংগ্রেস-জেডি (এস) বিধায়্ক স্পিকারকে ইস্তফাপত্র দিয়েছেন বলে জানালেন জেডি(এস) বিধায়ক এ এইচ বিশ্বনাথ। রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি এ কথা জানান।
বিধানসভা স্পিকার রমেশ কুমার জানিয়েছেন, তিনি মেয়েকে পিক আপ করতে বাড়ি গিয়েছিলেন। তবে তিনি দপ্তরের কর্মীদের বলে এসেছেন, ইস্তফাপত্রগুলি গ্রহণ করে নিতে। ওই ১১ জন ইস্তফা দিয়েছেন। কাল ছুটি। তাই তিনি সেগুলি সোমবার দেখবেন।


প্রেক্ষাপট

বেঙ্গালুরু: বড়সড় রাজনৈতিক চমকের অপেক্ষায় রয়েছে কর্নাটক। বিপদে পড়তে পারে এইচ ডি কুমারস্বামীর জোট সরকার। ৮ কংগ্রেস ও তিন জেডি (এস) বিধায়কের পদত্যাগের সম্ভাবনা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণের এই রাজ্যে। শাসক জোটের শরিকদের মধ্যে ক্ষমতা বন্টনের প্রশ্নে বিরোধ, সংঘাতের মধ্যেই দুদলের ওই বিধায়করা রাজ্য বিধানসভার স্পিকারের অফিসে গিয়েছেন। তাঁরা ইস্তফাপত্র জমা দিচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ওই বিধায়ক দলের একজন, কংগ্রেসের রামলিঙ্গা রেড্ডি বলেছেন, স্পিকারকে পদত্যাগপত্র দিতে এসেছি। তবে মেয়ের কথা (কংগ্রেস বিধায়ক সৌম্যা রেড্ডি) বলতে পারছি না। ও স্বাধীন মানুষ।





এদিকে এমন পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক, কর্পোরেটরদের নিয়ে এদিন পরের দিকে জরুরি বৈঠক ডেকেছেন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার। এএনআই শিবকুমারকে উদ্ধৃত করে বলেছে, কেউ পদত্যাগ করছেন না। আমি ওঁদের সঙ্গে কথা বলতে এসেছি।




ওই বিধায়করা শেষ পর্যন্ত ইস্তফা দিল কংগ্রেস ও জেডিএসের বিধানসভায় সদস্যসংখ্যা কমে হবে যথাক্রমে ৬৯ ও ৩৪।
সব মিলিয়ে বিধানসভায় ক্ষমতাসীন জোটের শক্তি কমে দাঁড়াবে ১০৩। তবে তার চেয়েও বড় কথা, বিধানসভার সামগ্রিক শক্তি কমে ২১১ হয়ে যাবে। যার অর্থ, সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০৬টি আসন লাগবে, যা বিজেপির হাতে থাকা বিধায়কসংখ্যা থেকে একটি কম।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.