দেখুন, পুলওয়ামা থেকে ক্রাইস্টচার্চ, বিদায়ী বছরে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল এই পাঁচ বিস্ফোরণ
শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ৯০ জনের মৃত্যু হয় এবং ১৩০ জন জখম হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৯ নভেম্বর লন্ডন ব্রিজে ছুরি নিয়ে হামলা চালায় উসমান খান নামে এক সাজাপ্রাপ্ত জঙ্গি। এই হামলায় দু’জনের মৃত্যু হয় এবং তিনজন জখম হন। এই হামলার দায়স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। তারা উসমানকে নিজেদের সদস্য বলে দাবি করে।
ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর তিনটি পাঁচতারা হোটেল ও তিনটি গির্জায় জঙ্গি হামলায় অন্তত ২৫০ জনের মৃত্যু হয় এবং ৫০০ জনেরও বেশি জখম হন। আইএসআইএস এই হামলার দায়স্বীকার করে।
১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে হামলায় ৫০ জনের মৃত্যু হয়। শুক্রবার নমাজ পড়তে যাওয়া ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালান অস্ট্রেলিয়াজাত এক ব্যক্তি। পরে জানা যায়, তিনি চরম দক্ষিণপন্থী।
১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদের এক জঙ্গির আত্মঘাতী হামলায় সিআরপিএফ-এর ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। দেশের মাটিতে থাকা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক মহলের চাপ বেড়েছে।
২০১৯ সালে সারা বিশ্বে একাধিক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণও ছিল। পুলওয়ামায় জঙ্গি হামলা থেকে শুরু করে শ্রীলঙ্কার ইস্টার সানডেতে বিস্ফোরণ, বিভিন্ন ঘটনায় কেঁপে উঠেছে বিশ্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -