WBCHSE Uchcha Madhyamik Result Live I bengali.abplive.com-এ ক্লিক করে দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল I ফল দেখতে পাবেন wb12.abplive.com-এও

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল, নিচে দেখুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ।  bengali.abplive.com -এর মাধ্যমে সরাসরি ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীর রোল নম্বর দিলেই জানা যাবে ফল। HS Results 2024 | Higher Secondary Results, stay tuned | HS Results on ABP Ananda | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Results 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। Check your results for WBCHSE Board HS (Class 12th) Exam Results 2024 at  wb12.abplive.com  ,  bengali.abplive.com 


HS Result Results on ABP Ananda

WB HS Results: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ।

পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। দু'মাসের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল । bengali.abplive.com -এ সরাসরি পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wb12.abplive.com - এ ক্লিক করলেও জানতে পারবেন ফল। এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হয় মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় নির্দিষ্ট ছিল।

Name of the board: West Bengal Council of Higher Secondary Education
Name of the exam: Higher Secondary Board Exams (Class 12)
Official website: https://wbchse.wb.gov.in
ABP Ananda Result website:   bengali.abplive.com   , wb12.abplive.com 

উচ্চ মাধ্যমিকের ফল কোন পদ্ধতিতে জানা যাবে?

  1. এবিপি আনন্দের ওয়েবসাইট wb12.abplive.com -এ ফল জানা যাবে
  2. এরপর নির্দিষ্ট বক্সে ক্লিক করতে হবে
  3. রোল নম্বর দিতে হবে
  4. সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে
  5. এরপর সেই তথ্য সাবমিট করতে হবে
  6. এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল
  7. বিস্তারিত ফল খুঁটিয়ে দেখতে হবে
  8. পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল