WBCHSE 12th Results 2025 Live, West Bengal Board HS Results @bengali.abplive.com, পশ্চিমবঙ্গের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফল
WB WBCHSE 12th Result 2025 Live/WBBSE Madhyamik 10th Result 2025: পশ্চিমবঙ্গের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলের বিষয়ে বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন এবিপি আনন্দে । Register and check your results for WBBSE Board Madhyamik (10th) Exam Results at wb10.abplive.com  and WBCHSE Board Higher Secondary (12th) Exam Results at wb12.abplive.com . WB Board Result 2024 can also be checked on bengali.abplive.com  website as well.
West Bengal Madhyamik Result: Check On wb10.abplive.com
WB Higher Secondary Result: Check On wb12.abplive.com
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (পশ্চিমবঙ্গ বোর্ড) মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলাফল
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের বিষয়ে জানার জন্য চোখ রাখুন এবিপি আনন্দের ওয়েবসাইটে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরেই পড়ুয়ারা ফল জানতে পারবেন bengali.abplive.com  ওয়েবসাইটে।
Name of the board: West Bengal Board of Secondary Education
Name of the exam: Class Madhyamik/Higher Secondary Board Exams
ABP Ananda website: bengali.abplive.com 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল, আপনার সব প্রশ্নের জবাব
পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক: কীভাবে জানা যাবে ফল?
পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর সরকারি ওয়েবসাইট wbresults.nic.in-এ ফল জানা যাবে। এই প্রতিবেদনের মাধ্যমেই সরাসরি ফল জানা যাবে। পড়ুয়াদের মাথায় রাখতে হবে, লক্ষ লক্ষ পরীক্ষার্থী একইসঙ্গে ফল জানার জন্য ওয়েবসাইটে চোখ রাখবেন। ফলে ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল জানার ক্ষেত্রে বিলম্ব বা সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে কারও উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করার পরেই এবিপি আনন্দের ওয়েবসাইটে জানা যাবে ফল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল কোন পদ্ধতিতে জানা যাবে?
১. পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট wbresults.nic.in-এ ফল জানা যাবে ২. এরপর পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির ফলে ক্লিক করতে হবে ৩. এরপর রোল নম্বর বা অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে ৪. সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে ৫. এরপর সেই তথ্য সাবমিট করতে হবে ৬. এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল ৭. বিস্তারিত ফল খুঁটিয়ে দেখতে হবে ৮. পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল ৯. কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাঁর মনে হয় আরও বেশি নম্বর প্রাপ্য, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে যদি পুনঃমূল্যায়নের পর প্রাপ্ত নম্বর বাড়ে, তাহলে নতুন করে মার্কশিট দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল: কম্পার্টমেন্টাল পরীক্ষা
যদি কোনও পরীক্ষার্থী সব বিষয়ে পাশ করতে না পারেন, তাহলে নিজেদের প্রমাণ করার জন্য আরও একবার সুযোগ পাবেন। এবিপি আনন্দের ওয়েবসাইটে কম্পার্টমেন্টাল বা সাপ্লিমেন্টারি পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলের বিষয়ে সমস্ত খবর জানার জন্য পরীক্ষার্থীরা এই পেজটি বুকমার্ক করে রাখতে পারেন।