WBBSE Madhyamik 2025 Result Announced: মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ সরাসরি এবিপি আনন্দের ওয়েবসাইটে | Check Result Now at wb10.abplive.com

West Bengal Madhyamik WBBSE Results 2025 Live: রেজাল্ট দেখতে না পেলে পাতা একবার রিফ্রেশ করুন এবং পুনরায় দেখুন। লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। আড়াই মাস পর বেরোতে চলেছে মাধ্যমিকের ফল। bengali.abplive.com - এর মাধ্যমে সরাসরি ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীর রোল নম্বর দিলেই জানা যাবে ফল। | West Bengal Madhyamik Results, stay tuned | Madhyamik Results on ABP Ananda | West Bengal Board of Secondary Education (WBBSE) Results 2025: মাধ্যমিক পরীক্ষার ফল। Register and check your results for WBBSE Board Madhyamik (Class 10th) Exam Results 2025 at wb10.abplive.com, bengali.abplive.com


Madhyamik (Class 10) Results on ABP Ananda

WB Madhyamik Results: মাধ্যমিক পরীক্ষার ফল ।


Madhyamik Results on ABP Ananda, Get Result on wb10.abplive.com


West Bengal Madhyamik WBBSE Results 2025 Live: লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি। প্রায় আড়াই মাস পর বেরোতে চলেছে মাধ্যমিকের ফল । bengali.abplive.com -এ সরাসরি পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। wb10.abplive.com - এ ক্লিক করলেও জানতে পারবেন ফল। এবার মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে।

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক-এর লিখিত পরীক্ষা। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। গতবারের মত এবারও পরীক্ষা-পদ্ধতি সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সম্বলিত বার কোড। পরীক্ষা শুরুর সময় ছিল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট।