গুয়াহাটি: জঙ্গি সংগঠন ISIS-এর প্রতি আনুগত্য প্রকাশ করা অসমে আটক IIT পড়ুয়া। শনিবার ওই পড়ুয়াকে আটক করা হয়। অভিযুক্ত বায়োটেকনোলজি বিভাগের চতুর্থ বিভাগের পড়ুয়া বলে জানা গিয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়া এবং ইমেলে সম্প্রতি ISIS-এর প্রতি আনুগত্য প্রকাশ করেন ওই পড়ুয়া। জঙ্গি সংগঠনে যোগদানের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। এমনকি IIT গুয়াহাটি ক্যাম্পাস থেকে তিনি নিখোঁজও হয়ে যান বলে অভিযোগ। (IIT Guwahati Student Detained)
অভিযুক্তকে অসমের হাজো থেকে শনিবার আটক করে পুলিশ। রবিবার গুয়াহাটি আদালতে তোলা হয় তাঁকে। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে ওই পড়ুয়ার। অতি সম্প্রতি অসমেরই ধুবরি জেলা থেকে গ্রেফতার হন ভারতে ISIS-এর প্রধান হারিস ফারুকি। বাংলাদেশ থেকে সীমান্ত টপকে তিনি ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা যায়। (ISIS Sympathiser)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত IIT পড়ুয়া ISIS-এ যোগদান করতে চান বলে খবর আসে। এর পরই ওই পড়ুয়ার খোঁজে তল্লাশি শুরু হয়। দিল্লিতে তাঁর বাড়িতেও যায় পুলিশের একটি দল। এর পর LinkedIn-এ খোলা চিঠি লিখে ওই পড়ুয়া নিজের সিদ্ধান্তের কথা জানান। ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ফোনও বন্ধ করে দিয়েছিলেন ওই পড়ুয়া। শেষ পর্যন্ত গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরের হাজোতে অভিযুক্তের সন্ধান মেলে। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা দায়ের করেছে পুলিশ।
অভিযুক্তকে আটক করে ফের IIT গুয়াহাটির ক্যাম্পাসেও যায় পুলিশ। সেখান থেকে ISIS জঙ্গি সংগঠনের মতোই একটি কালো পতাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ক্যাম্পাসে ওই পড়ুয়া একাই থাকতেন, কারও সঙ্গে তেমন মিশতেন না বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত পড়ুয়া হারিসের সংস্পর্শে এসেছিলেন কি না জানা যায়নি।