কলকাতা: আজ ১০ অক্টোবর, মঙ্গলবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)। 


মেষ- দুঃখ এবং অবসাদের কারণ হতে পারে আপনার নিজের ব্যবহার। নেতিবাচক ভাবনা দূরে রাখতে হবে। বিনোদনে বেশি ব্যয় করবেন না। প্রয়োজনে ভাইকে পাশে পাবেন।


বৃষ- চোখের সমস্যা যাঁদের আছে, তাঁরা ধুলো এড়িয়ে চলুন। বেশিক্ষণ রোদে থাকবেন না। ছোট ব্যবসায়ীরা সমস্যায় বন্ধুর পরামর্শ নিন। ক্ষমা করতে শিখুন। প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ান। 


মিথুন- ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। সম্পত্তি লাভের সম্ভাবনা। ব্যয় বাড়তে পারে। স্ত্রীর মন থাকবে রোম্যান্টিক। সন্তানের জন্য সময় বের করুন।


কর্কট- আশাবাদী মনোভাব বজায় রাখুন। আত্মবিশ্বাসের জোরে কঠিন সময় উতরে যেতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। আর্থিক কারণে পরিবারে অশান্তি।


সিংহ- শরীর এবং মনের যত্ন নিন। আর্থিক সমস্যার সম্মুখীন। যদিও বাবা মায়ের সাহায্য পাবেন। অবান্তর দাবি করতে পারেন সঙ্গী। অবসর সময় বুঝে ব্যয় করুন।


কন্যা- ব্যস্ততা থাকলেও স্বাস্থ্য ভাল থাকবে। ধার দেওয়া টাকা শোধ দেবে না আত্মীয়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। একতরফা প্রেমে সমস্যা বাড়বে।


তুলা- একাধিক উৎস থেকে টাকা আসতে পারে। কোনও আত্মীয়র অসুস্থতার খবর আসতে পারে। দীর্ঘমেয়াদী লাভের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পছন্দের কাজ করতে পারেন আজ।


বৃশ্চিক- স্বাস্থ্যের প্রতি নজর দিন। বিনিয়োগ করার আগে শর্ত পড়ে নিন। সামাজিক দিক থেকে গ্রহণযোগ্যতা বাড়বে। নতুন কোনও পরিকল্পনা শুরু করতে পারেন।


ধনু- ক্লান্তি মেটাতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। সারপ্রাইজ পেতে পারেন আজ। পরনিন্দা পরচর্চায় সময় ব্যয় নয়। সঙ্গীর কোনও আচরণে বিরক্ত হতে পারেন।


মকর- সন্তানের পড়াশোনায় খরচ বাড়বে। পরিবারের সদস্যদের প্রয়োজন বুঝতে হবে। সঙ্গীকে অযথা সন্দেহ নয়। তাতে অকারণে চিন্তা বাড়বে। হঠাৎ কোনও কাজে প্ল্যান ভেস্তে যেতে পারে।


কুম্ভ- স্বাস্থ্য ঠিক রাখতে হবে। ব্যবসার জন্য বন্ধুর পরামর্শ নিন। বাড়ির কাজে অযথা সময় ব্যয়। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। আত্মীয় আসতে পারেন আজ।


মীন- দূরে ভ্রমণ এড়িয়ে চলুন। তাতে অসুস্থ হওয়ার আশঙ্কা। বিনিয়োগ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বাড়ি সাজাতে সময় ব্যয় হবে আজ।


 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।