কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- কাজের ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখতে হবে। আর্থারাইটিসের সমস্যা থাকলে তা বাড়তে পারে। ব্যবসায় কারোর সাহায্য পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আরও বেশি পণ্যের ধরনের দিকে নজর দিতে হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্রেক আপের কারণে অবসাদে ভুগতে পারেন। যাঁরা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা বিবাদ মিটিয়ে সম্পর্ক মজবুত করার দিকে নজর দিন।
বৃষ- কোনও সিদ্ধান্ত সহকর্মীর সঙ্গে আলোচনা করবেন না। তাতে ক্ষতি হতে পারে। সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন। হতে পারে গলা ব্যথাও। ব্যবসায়ীরা নিজের মনের কথা শুনুন। অন্যের কথা শুনে কোনও কাজ করবেন না। শিক্ষকদের পেশাগত দিক থেকে আরও বেশি সতর্ক হতে হবে। দুশ্চিন্তা বাড়তে পারে।
মিথুন- লক্ষ্যে অবিচল থাকলে সাফল্য আসবেই। বুদ্ধিমত্তা এবং পরিশ্রমকে কাজে লাগাতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। অসুস্থ হতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বুঝে খাওয়াদাওয়া করতে হবে। ব্যবসায় ভাইয়ের সাহায্য পাবেন। তাই সুসম্পর্ক বজায় রাখুন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে দেরি করা যাবে না। পারিবারিক কোনও সমস্যা থাকলে দ্রুত তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
কর্কট- আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ করুন। ভাল থাকতে প্রতিদিন যোগাসন করুন। যৌথ উদ্যোগে ব্যবসায়ে বিপুল লাভের সম্ভাবনা। বন্ধু বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা বিনিয়োগ করতে পারেন। তাতে ভবিষ্যতে সুবিধা হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ- কাজের বিষয়ে সহকর্মীর সঙ্গে আলোচনা করতে পারেন। তাতে কাজের উন্নতি হবে। কোনও ধরনের রোগ থাকলে তা ভোগাতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে সমস্যা বাড়বে। মানসিক অবসাদে ভুগতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। কাজের কারণে সম্মানিত হতে পারেন।
কন্যা- পদোন্নতির কারণে মন খুশি। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যোগাসন, মর্নিং ওয়াক করতে পারেন রোজ। বুঝে খাওয়া দাওয়া করতে হবে এবং নিয়ম মেনে চলতে হবে। ব্যবসায় ধীরে ধীরে লাভের মুখ দেখবেন। চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সম্পত্তির কারণে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে।
তুলা- কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। থাইরয়েডের সমস্যা যাঁদের রয়েছে তাঁদের খাওয়াদাওয়া নিয়ে সতর্ক হতে হবে। যৌথ উদ্যোগে কোনও ব্যবসার ক্ষেত্রে পার্টনারকে বিশ্বাস করতে হবে। কোনও নেতিবাচক ভাবনা সরাসরি ব্যবসার উপর প্রভাব ফেলবে। আলসেমির কারণে সাফল্য নাও আসতে পারে। পরিবার নিয়ে দুশ্চিন্তা মিটবে।
বৃশ্চিক- কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসে সহকর্মীদের সঙ্গে আলোচনা করুন। অ্যাজ়মার সমস্যা যাঁদের রয়েছে তাঁদের ধুলোর বিষয়ে সতর্ক হতে হবে। বায়ুদূষণ থেকে সমস্যা বাড়তে পারে। মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনীয় খরচা হতে পারে। বাবা মায়ের সঙ্গে মতদার্শগত পার্থক্য হতে পারে। তাই বিতর্কে সময় চুপ করে থাকাই ভাল।
ধনু- গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে হতে পারে। হার্টের সমস্যা থাকলে তেলে ভাজা, মাখন দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে। ব্যবসার কাজে অন্যের উপর নির্ভর না করাই ভাল। আর্থিক ক্ষতি হতে পারে। ভবিষ্যতেও আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। সামান্য বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। মন শান্ত রাখতে বাড়ি থেকে দূরে কোথাও যেতে পারেন।
মকর- অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিন তার নিয়ে কাজের বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা। বাড়তে পারে বিক্রি। ধর্মীয় কাজে মন দিতে পারেন। তা নিয়ে পড়াশোনা করতে পারেন। কারও থেকে টাকা ধার নিলে তা দ্রুত শোধ দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ- বর্তমান পরিস্থিতির নিরিখে ভবিষ্যৎ নিয়ে কোনও হিসেব না করাই ভাল। মানসিকভাবে সুস্থ থাকতে যোগাসন করুন। তাতে মন ও মাথা শান্ত থাকবে। গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে ব্যবসায়ীদের। তাতে ক্লান্ত বোধ করতে পারেন। প্রেমের সম্পর্কে পুরনো বিবাদ টেনে আনবেন না। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে হতে পারে।
মীন-সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজের চাপ বাড়তে পারে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে পায়ের যত্ন নিতে হবে। ব্যবসায়ীদের পণ্যের মান নিয়ে সতর্ক থাকতে হবে। আপনার অধীনে যাঁরা কাজ করছেন তাঁদের সঙ্গে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। যা সবার নজরেও আসবে। আপনার ব্যবহারে সন্তুষ্ট হবেন পরিবারের বর্ষীয়ান কোনও সদস্য।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।