কলকাতা: জ্যোতিষশাস্ত্রমতে ডিসেম্বরের শনিবারটি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু রাশির জীবনে। চাকরি থেকে ব্যবসা-ওঠাপড়া থাকতে পারে বেশ কিছু রাশিতে। জীবনে নানা সমস্যাও দেখা দিতে পারে। রাশিচক্রের এই রাশিদের কেমন কাটতে চলেছে দিনটি? দেখে নিন শনিবারের রাশিফল -
মেষ রাশি (Aries)- এই রাশির জাতক ব্যবসায় কিছু নতুন পরিকল্পনার প্রতি মনোনিবেশ করতে পারেন। বিনিয়োগ করলে লাভ পেতে পারেন। সন্ধ্যাবেলা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। দীর্ঘদিন ধরে কোনও আইনি বিবাদ চললে আজ কোনও সুসংবাদ পেতে পারেন। কাজকর্মে পরিবর্তনের জন্য দিনটি শুভ হতে চলেছে।
বৃষ রাশি (Taurus)- এই জাতকদের জন্য ব্যবসায়িক পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। সমাজেও প্রসিদ্ধি লাভ করতে পারবেন। বিশেষ সম্মান পেতে পারেন এই রাশির জাতকরা। ব্যস্ততার কারণে পারিবারিক জীবনে সময় দিতে পারবেন না, এর ফলে স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হতে পারে। পরিবারে অশান্তির পরিবেশ থাকবে। দীর্ঘদিনের মনের ইচ্ছা এবার পূর্ণ হওয়ায় আনন্দ পাবেন।
মিথুন রাশি (Gemini)- এই রাশির জাতকরা ব্যবসার ক্ষেত্রে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অতিরিক্ত বেশ কিছুটা সময় দিতে হবে। পরিশ্রম করলে পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব। কর্মক্ষেত্রে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে আধিকারিকরা আপনার শেষ হতে চলা কাজও ভেস্তে দিতে পারেন। সন্ধ্যাবেলা বহু প্রতীক্ষিত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।
কর্কট রাশি (Cancer)- এই রাশির জাতকরা কাজকর্ম সংক্রান্ত কোনও চুক্তি চূড়ান্ত করলে ভবিষ্যতে অধিক লাভ পেতে পারেন। অংশীদারীর ব্যবসায় লাভান্বিত হবেন। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠান আয়োজনের বিষয় আলোচনা করতে পারেন। বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।
সিংহ রাশি (Leo)- এই রাশির জাতকদের পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিজনদের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনায় জটিলতা থেকে মুক্তি পাবেন। চাকরি ও ব্যবসায় নতুনত্ব আনার চেষ্টা করলে সাফল্য অর্জন করতে পারেন। যে কোনও ধরনের ব্যবসায়িক যাত্রা লাভজনক প্রমাণিত হবে।
কন্যা রাশি (Virgo)- এই রাশির জাতকদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান, স্বাস্থ্য দুর্বল হতে পারে। চাকরিজীবী জাতকদের বিরুদ্ধে শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। এমন পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করুন, তা না-হলে লোকসান হতে পারে
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে