নয়াদিল্লি: শুধু হিন্দু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেফতার। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর হামলার অভিযোগ। মূলত সেই হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে পড়লেন বিপ্র দাস !


জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।  রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর জামিন-মামলার শুনানি হবে চট্টগ্রাম আদালতে।  ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম পুলিশ। এখনও পর্যন্ত বাংলাদেশে গ্রেফতার হয়েছেন ৫ জন। চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ওপার বাংলায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। তার আঁচ এপার বাংলাতেও। বাংলাদেশে সংখ্য়ালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব  বিজেপি।
  বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানিয়েছেন বিজেপির বিধায়করা।


২০২২ সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশে, ৯১.০৪% মুসলমান, ৭.৯৫% হিন্দু,০.৬১% বৌদ্ধ, ০.৩০% খ্রিষ্টান এবং ০.১২% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বসবাস করছেন।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের তরফে দাবি করা হয়েছে, সাম্প্রতিক কালে বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা, শ্লীলতাহানি, অপহরণের ঘটনা ঘটেছে ২ হাজার ১০টি।যা দেড় হাজারের বেশি (১,৭০৫) পরিবারের উপর আঘাত নেমে এসেছে।


সম্প্রতি  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,'আমরাও চাই না, বাংলাদেশের সংখ্যালঘুদের সমস্যার সৃষ্টি হোক। কিন্তু বিজেপি যে ধর্মের রাজনীতি করে, তৃণমূল তো করে না। যেমন ইসকনের যে আবেগ আমরা তো বলছি ইসকনের আবেগকে বাংলাদেশ সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেখানে যেন সবাই সুরক্ষিত থাকেন, তাই বলে এমন কোনও কাজ করব না, যাতে এখানে মানুষের ধর্মের ভিত্তিতে ভেদাভেদের সুযোগ পায়।'


অনন্ত মহারাজ আরও বলেছিলেন,'আমাদের লোক ওখান থেকে পালে পালে আসছে। ওটা তো আমার মাটি। আমাদের পূর্ব পুরুষের মাটি। জবরদস্তি ওরা দখল করছে এবং ওখান থেকে আমাদের লোককে এখানে পাঠাচ্ছে।  আমাদের পূর্বপুরুষের শ্রীহট্ট রাজ্য ওটা। বাংলাদেশটা। আস্তে আস্তে ভারতও দখল করতে চাইছে এরা। আমাদের উত্তর-পূর্ব দখল করতে চাইছে।  এখন ভারতবর্ষ সুপার পাওয়ার। আমাদের এখন ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার।' 


আরও পড়ুন, হিন্দুদের ওপর অত্যাচারে এবার সরব বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একাংশ, 'প্রচুর মেয়ে নিখোঁজ, বাড়ি থেকে তুলে নিয়ে..' !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।