অ্যাডিলেড: মাঝে আর মাত্র ঘণ্টাখানেক সময়। তারপরই অ্যাডিলেডের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দিন-রাতের টেস্ট। যে ম্যাচ খেলা হবে গোলাপি বলে। 


এই অ্যাডিলেডেই চার বছর আগে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জায় ডুবেছিল ভারতীয় ক্রিকেট। সেই ম্যাচও হেরেছিল প্রথম ইনিংসে লিড নেওয়ার পরেও। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে রূপকথার প্রত্যাবর্তন ঘটিয়েছিল ভারত। সিরিজ জিতে নিয়েছিল।


সেবার থেকে পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। বর্ডার-গাওস্কর ট্রফিও এখন ভারতের দখলে। চলতি সিরিজের আগে অনেকে অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসাবে চিহ্নিত করেছিলেন। বিশেষ করে ভারত ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর। ১২ বছর পর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজে হেরেছিল ভারত। আর তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল প্রথমবার।


তবে চলতি বর্ডার-গাওস্কর ট্রফির শুরুতেই সব হিসেব নিকেশ উল্টে দিয়েছে টিম ইন্ডিয়া। পারথের দ্রুত গতিসম্পন্ন পিচে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ভারতীয় সময় শুক্রবার সকাল সাড়ে নটায় শুরু হচ্ছে অ্যাডিলেডে।


অ্যাডিলেডে নৈশালোকে গোলাপি বলের টেস্টে প্রতিপক্ষের কাছে আতঙ্কের আর এক নাম অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত যে সাতটি দিন-রাতের টেস্ট ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তার সবকটিই জিতেছে অস্ট্রেলিয়া। তার মধ্যে সবচেয়ে কম ব্যবধানে জয় বলতে ২০১৫-১৬ মরশুমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেটে জয়। চার বছর আগে ভারতকে ৩৬ রানে অল আউট করে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ও ছিল গোলাপি বলে দিন-রাতের ফর্ম্যাটে।


এই ম্যাচে এক দারুণ মাইলফলকের সামনে ভারতের পেস ব্রহ্মাস্ত্র যশপ্রীত বুমরা। আর এক উইকেট নিলেই প্রথম বোলার হিসাবে চলতি বছরে টেস্টে ৫০ উইকেট হয়ে যাবে আমদাবাদের ফাস্টবোলারের। যা হওয়া কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।


অ্যাডিলেডে তিনটি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির। পারথে সেঞ্চুরি করে তিনি ছন্দে ফিরেছেন। অ্যাডিলেডে আর একটি সেঞ্চুরি করলে কোহলিই হবেন অস্ট্রেলীয় নন, বিশ্বের এমন প্রথম ব্যাটার যাঁর এই মাঠে চারটি সেঞ্চুরি হবে।


কাদের ম্যাচ


বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া


কোথায় খেলা


ম্যাচটি হবে অ্যাডিলেডে


কখন শুরু


ভারতীয় সময় সকাল ৯.৩০-এ শুরু ম্যাচ


কোথায় দেখবেন


টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং


মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপেও দেখা যাবে ম্যাচ


আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।