অনন্তনাগ: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের জেরে শহিদ হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। উভয়পক্ষের গুলির লড়াইয়ের জেরে মৃত্যু হয়েছে একজন সাধারণ মানুষেরও। অন্যদিকে গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একজন সেনা জওয়ান সহ ২ জন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) অনন্তনাগ (Anantnag Encounter) জেলার আহলান গাডোলে এলাকায়।


আরও পড়ুন: Hindenburg Research: কথামতোই 'পর্দাফাঁস', 'আদানি অফশোর ফান্ডে স্টেক Sebi চেয়ারপার্সন ও তাঁর স্বামীর'; চাঞ্চল্যকর দাবি Hindenburg Research-এর


ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি দল। সেই সময় আচমকা তাঁদের ওপর হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। পাল্টা জবাব দেন ভারতীয় সেনা জওয়ানরা। উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দু-জন সেনা জওয়ান শহিদ হন। আর একজন সেনা জওয়ান সহ জখম হন ২ জন সাধারণ মানুষ। পরে তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু একজন সাধারণ নাগরিকের। বাকিদের চিকিৎসা এখনও চলছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের সন্ধানে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি। 


আরও পড়ুন: RG Kar Medical Student Death: কুকুরের চেন গলায় বেঁধে হাসপাতালে ধর্ষণ, ৪২ বছর কোমায় ছিলেন নার্স, RG করের ঘটনা ফেরাল দুঃসহ স্মৃতি


প্রশাসন সূত্রে খবর, সেনার উপর হামলা চালানোর ঘটনা জড়িতরা সবাই বিদেশি জঙ্গি। তাদের সন্ধানে ভারতীয় সেনার বিশেষ বাহিনী প্যারাট্রুপারদেরও কাজে লাগানো হয়েছে।


এপ্রসঙ্গে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে, সেনা ও জঙ্গিদের গুলির লড়াইয়ের ফলে দুজন সাধারণ মানুষও জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের সন্ধানে এখনও তল্লাশি চলছে। অনুমান করা হচ্ছে, এনকাউন্টারের পর ওই জঙ্গিরা আহলান জঙ্গলে লুকিয়ে রয়েছে। তাদের সন্ধানে অতিরিক্ত বাহিনীকে ওই এলাকায় তল্লাশির কাজে লাগানো হয়েছে। মনে করা হচ্ছে দু থেকে তিনজন জঙ্গি এই হামলা চালিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।