আর ৪ দিন পরই অক্ষয় তৃতীয়া। এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই উৎসব শুভকে ঘরে বেঁধে রাখার। লক্ষ্মীকে অচঞ্চলা রাখার। এই উৎসব সমৃদ্ধির আরাধনা। এই উদযাপন নতুন কিছু সূচনার। মানুষের বিশ্বাস, এই দিনে নতুন কিছু শুরু করলে, তা অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়াতে তাই সোনা বা রুপোর গয়না কেনার প্রচলন রয়েছে।
এদিন ঘরে ঘরে দেবী লক্ষ্মী ও নারায়ণের বিশেষ পুজো করার প্রথা রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সোনা এবং রুপোর জিনিসপত্র ক্রয় করলে, তা অক্ষয় হয়। সমৃদ্ধি আসে। এই বছর অক্ষয় তৃতীয়া ১০ মে অর্থাৎ শুক্রবার। ১০০ বছর পর এবার অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগও গঠিত হবে।
গজকেশরী যোগ কী ?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত শুভ যোগ বলে বিবেচিত হয়। এই গজকেশরী রাজযোগ গঠিত হয় বৃহস্পতি ও চন্দ্রের মিলনে। শত বছর পরে এবার অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগ গঠিত হচ্ছে। অক্ষয় তৃতীয়ায় গজকেশরী রাজযোগ গঠনের ফলে আগামী দিনে কয়েকটি রাশির জন্য শুভ ফল আসতে পারে।
অক্ষয় তৃতীয়ায় কোন রাশির জাতক জাতিকাদের প্রতি দেবী লক্ষ্মী দয়া করবেন?
মেষ রাশি - হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন মেষ রাশির জাতকরা। চাকরিজীবীদের জন্য ভাল খবর আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আর্থিক লাভের সুবর্ণ আছে। চাকরির ভালো সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতকদের । যে কোনও কাজ করতে হলে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। এই রাশির জাতকদের বাগ্মীতা সকলকে মুগ্ধ করবে।
সিংহ রাশি - সিংহ রাশির জাতকদের জন্য দশম ঘরে গজকেশরী রাজযোগ তৈরি হবে। তার ফলে বিশেষ উপকৃত হবেন সিংহ-র জাতকরা। এদের আর্থিক লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পরিশ্রম করলে ভাল ফল মিলবেই। বিভিন্ন ক্ষেত্রেই সুযোগ-সুবিধা পাবেন। যারা চাকরি খুঁজছেন, তাঁদের ভাল খবর আসতে পারে। প্রাপ্য সম্মান পাবেন। ব্যবসায় ক্ষতি এড়াতে পারবেন।
কর্কট রাশি - গজকেশরী যোগ গঠনের ফলে উপকৃত হবেন কর্কট রাশির জাতকরা। এদিন দান ধ্যানে উপকার পাবেন। কর্কটের নবম ঘরে এই রাজযোগ তৈরি হতে চলেছে। তার সরাসরি প্রভাব পড়বে অর্থনৈতিক অবস্থায়। ভাল আর্থিক লাভ হতে পারে। কর্মজীবনে দারুণ প্রস্তাব আসতে পারে। যে কোনও ভাল কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সাহায্য পাবেন। মা লক্ষ্মী থাকবেন আপনার সঙ্গে। আশীর্বাদ পাবেন সারা বছর।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।