সোমনাথ মিত্র, হুগলি: চলতি মাসের ২০ তারিখ হুগলি জেলায় লোকসভা নির্বাচন (Hooghly Lok Sabha Election 2024) । ঠিক তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পাণ্ডুয়ায় অভিষেকের সভার (Abhishek Banerjee's Rally) দিনেই ঘটে গেল অঘটন। হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে ১ কিশোরের। বিস্ফোরণে গুরুতর জখম আরও ১ কিশোর। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
অভিষেকের সভার দিনেই বিস্ফোরণে ১ কিশোরের মৃত্যু
স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার নেতাজি কলোনি এলাকায় আজ সকালে পুকুর পাড়ে খেলছিল কয়েকজন কিশোর। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে তিনজন জখম হয়। এদিকে আগামী ২০ মে, হুগলি লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে এলাকায় বোমা মজুত করা হচ্ছিল কি না, খতিয়ে দেখছে পাণ্ডুয়া থানার পুলিশ। আজই পাণ্ডুয়ায় জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে এই নিয়ে ৯ কিশোর-শিশুর মৃত্যু, আমরা কোন রাজ্য বসবাস করছি ? : বিজেপি নেতা শমীক
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, 'গত ১৪ মাসে বোমা বিস্ফোরণে এই নিয়ে ৯ জন কিশোর বা শিশু মারা গিয়েছে।কেউ বল ভেবে খেলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মারা গিয়েছে।শৌচাগারে গিয়ে মারা গিয়েছে। জঙ্গলে পা পড়ে বিস্ফোরণ হয়েছে, সেখানে মারা গিয়েছে।আমরা কোন রাজ্য বসবাস করছি ? বারুদের স্তূপের উপর পশ্চিমবঙ্গ। কারণ যে রাজনৈতিক দলটিকে দুভার্গ্যবশত তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে আসা হয়েছে, তাঁদের রাজনীতির ভিতটাই বোমা, হিংসা,সন্ত্রাস, দখলদারি। আজকে তাঁদের কারণে গোটা পশ্চিমবঙ্গে এই অবস্থা তৈরি হয়েছে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত অফিসারদের ছুটি বাতিল করে দিয়ে, ১৫ দিন সময় দিলাম, সমস্ত অস্ত্র উদ্ধার করো।আর তারপরে কতগুলি বিস্ফোরণ পশ্চিমবঙ্গে হয়েছে ?!'
আরও পড়ুন, তৃতীয় দফার আগে অঘটন, ভোটের ডিউটি করতে এসে পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)